Logo

Kalikapur Basharat Ullah High School

  প্রধান শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি
তারিখ : 19-05-2024
নিয়োগ বিজ্ঞপ্তি সরকারী বিধি মোতাবেক সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০২১ অনুযায়ী কালিকাপুর বাশারত উল্যাহ উচ্চ বিদ্যালয়,ডাকঘর বটতলী বাজার,উপজেলা পরশুরাম,জেলা ফেনীর জন্য অবসর জনিত শুন্যপদে একজন প্রধান শিক্ষক নিয়োগ করা হবে।শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক /সমমান ও বিএড ডিগ্রী।সমগ্র শিক্ষাজীবনে একটির অধিক তৃতীয় বিভাগ গ্রহন যোগ্য নহে। অভিজ্ঞতা মাধ্যমিক দ্যিালয়ে ইনডেক্সধারী সহকারী প্রধান শিক্ষক/ নিম্মমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে নূন্যতম ৩ বছরের অভিজ্ঞতাসহ মোট ১৫ বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে।বেতন স্বেল ও কোড-(২৯০০০-৬৩৪১০) বেতন কোড-০৭,আগ্রহী প্রার্থীদের পূর্নাঙ্গ জীবন বৃত্তান্ত সহ প্রয়োজনীয় সত্যায়িত কাগজ পত্র ও অফেরতযোগ্য ১০০০ (এক হাজার) টাকার পে-অর্ডার/ব্যাংকড্রাফট সহ বিজ্ঞপ্তি প্রকাশের দিন হতে ২০ দিনের মধ্যে আবেদন করুন। প্রয়োজনে : সভাপতি 01819957322 ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক:01309106686