আমি এই মর্মে অঙ্গীকার করিতেছি যে, উপরে বর্ণিত তথ্যাদি সম্পুর্ণ সত্য। আমি স্কুলের / কলেজের ঐতিহ্য ও সুনাম রক্ষা এবং সর্বাঙ্গীন মঙ্গল কামনায় সচেষ্ট থাকিব। প্রতি মাসে স্কুলের / কলেজের নির্ধারিত বেতন ও অন্যান্য ফি যথাসময়ে পরিশোধ করিব। স্কুলের / কলেজের নিয়ম-কানুন ও কতৃপক্ষের নির্দেশ সততা ও নিষ্ঠার সহিত মানিয়া চলিব। প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ ও শান্তি-শৃঙ্খলা বিনষ্টকারী কোনো কাজ স্বেচ্চায় ও অন্যের দ্বারা প্রভাবিত হয়ে কখনই করিব না। স্কুল / কলেজ ক্যাম্পাসে কোনোরূপ রাজনৈতিক তৎপরতা প্রদর্শন করিব না। প্রতিষ্ঠানের নিয়ম-শৃঙ্খলা ভঙ করিলে বা স্কুলের / কলেজের ঐতিহ্য ও মর্যাদাহানিকর কোনো অসদুপায় অবলম্বনের দায়ে দোষী সাব্যস্ত হইলে কতৃপক্ষ কতৃক গৃহীত ব্যবস্থা অবনত মস্তকে মানিয়া লইতে বাধ্য থাকিব।